ঢাকাঃ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদাত বরণকারী সকলের প্রতি স্রদ্ধা জ্ঞাপন করে।

বিকাল ৩:০০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধ-নর্মিত রাখা হয়। সকাল ৬:৩০ টায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিকাল ৩:০০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনৈতিক জীবন বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা পুস্তকগুলো পুরুস্কার হিসাবে প্রদান করা হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনৈতিক জীবন বিষয়ে রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুস্তকগুলো পুরুস্কার হিসাবে প্রদান করা হয়।
বাদ আসর বেবিচক এর সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার জামে মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্য ও অন্যান্য সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর পরিবার পরিজনসহ দেশবাসীর জন্য মঙ্গল কামনা করা হয়।