বিশ্বের আশিটি দেশে বিলিয়ন ডলারের ডিজিটাল পণ্য রপ্তানী করছে বাংলাদেশ : মোস্তাফা জব্বার

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 10 August, 2021
বিশ্বের আশিটি দেশে বিলিয়ন ডলারের ডিজিটাল পণ্য রপ্তানী করছে বাংলাদেশ : মোস্তাফা জব্বার

ঢাকা:ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বার জানান যে বাংলাদেশ বর্তমানে  বিশ্বের আশিটি দেশে বিলিয়ন ডলারের ডিজিটাল পণ্য রপ্তানী করছে,পণ্য তালিকায় ডিজিটাল ডিভাইসও রয়েছে।

তাঁর মতে, দেশের তরুণ জনগোষ্ঠীর মেধা,  দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিবে। তাদেরকে ডিজিটাল শিক্ষায় সহায়তা দিতে হবে বলে তিনি মনে করেন।

মন্ত্রী গতকাল সোমবার রাতে ঢাকায় ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্স,বাংলাদেশ(আইসিএবি)এর উদ্যোগে অটোমেশন অব সিএ এক্সামিনেশন সিস্টেম  সফটওয়্যারের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

নিরীক্ষা কর্যক্রমে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটালাইজেশনের এই যুগে পেশাগত কারণে প্রযুক্তির  সঙ্গে তাল মিলিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে নিরীক্ষার সর্বাধুনিক পদ্ধতি সম্পর্কে অবগত থাকতে হবে বলে মন্ত্রী মন্তব্য করেন। বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং প্রযুক্তি ব্যবহারে তাদের দক্ষতা অর্জন অপরিহার্য বলে  উল্লেখ করেন কম্পিউটারে বাংলা সফটওয়্যারের জনক হিসেবে পরিচিত মোস্তাফা জব্বার।

তিনি সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা গ্রহণে আইসিএবির উদ্যোগকে অন্যদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ  উল্লেখ করে বলেন, কোভিড পরিস্থিতিতে  শিক্ষাক্ষেত্রে এই সফটওয়্যারটি জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে কাজে লাগানো সম্ভব। 

অনুষ্ঠানে আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ, আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো: আবদুল কাদের জোয়ার্দার এফসিএ এবং আইসিএবি কর্মকর্তা স্বদেশ  রঞ্জন সাহা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার এফসিএ।

অনুষ্ঠানে জানানো হয় যে আইসিএবি ডিজিটাইজেশনের জন্য ১৯টি প্রকল্প হাতে নিয়েছে যার শতকরা ৭৫ভাগবাস্তবায়িত হয়েছে। 

Share this post



Also on Bangladesh Monitor