ঢাকাঃ দেশজুড়ে লকডাউন/বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট ২০২১ থেকে আবারও চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন।
পর্যটক ভিসা ছাড়া অন্যান্য ভিসার আবেদন গ্রহণ করা হবে। ভিসা আবেদনের জন্য কোন পূর্ব অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পরবে না।
বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউন/বিধিনিষেধের প্রেক্ষিতে দেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পহেলা জুলাই ২০২১ বন্ধ করে দেওয়া হয়। তবে জরুরী ভ্রমণের জন্য ভিসার আবেদনসমূহ বিশেষভাবে বিবেচনা করা হচ্ছিল।