এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি : মাঝপথে ফ্লাইট বাতিল

-মনিটর ডেস্ক রিপোর্ট Date: 05 July, 2025
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি : মাঝপথে ফ্লাইট বাতিল

ঢাকাঃ ভারতের ফ্ল্যাগশিপ উড়োজাহাজ পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ফের বিপত্তি ঘটেছে। দিল্লি থেকে ওয়াশিংটনগামী একটি ফ্লাইট বাতিল হয়েছে মাঝপথে।

উড়োজাহাজটি জ্বালানি ভরার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবতরণ করে। তার পরেই বাতিল করে দেওয়া হয় ফ্লাইট ।

বুধবার (২ জুন)বেশ রাতের দিকে দিল্লি থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই ১০৩ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটি। দূরপাল্লার উড়োজাহাজগুলিকে সাধারণত জ্বালানি ভরার জন্য যাত্রাপথের মাঝে কোথাও নামতে হয়। এ ক্ষেত্রেও পূর্বনির্ধারিত সূচি অনুসারে ভিয়েনার বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। সেখানে জ্বালানি ভরার সময়েই একটি ত্রুটি ধরা পড়ে। ফলে  মাঝপথেই যাত্রা বাতিল করে দেওয়া হয়।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, জ্বালানি ভরার জন্য ভিয়েনায় নামার পরে উড়োজাহাজটির সব যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছিল। সেই সময়েই একটি ত্রুটি ধরা পড়ে, যার জেরে উড়োজাহাজটির বিভিন্ন যন্ত্রাংশ আরও পরীক্ষানিরীক্ষা করার প্রয়োজন হয়। সেই কারণে ভিয়েনা থেকে ওয়াশিংটন পর্যন্ত ওই উড়োজাহাজের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়ার ওই মুখপাত্র আরও জানান, ফ্লাইট বাতিল হওয়ার পর সব যাত্রীদের সেটি থেকে নামিয়ে আনা হয়। যাত্রীদের মধ্যে যাদের বিনা ভিসায় অস্ট্রিয়ায় প্রবেশের সুবিধা রয়েছে বা যাদের কাছে শেনজ়েন ভিসা (ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির বিশেষ ভিসা) রয়েছে, তাদের বিমানবন্দরের বাইরে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। 

অস্ট্রিয়ার অভিবাসন এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে বাকি যাত্রীদেরও জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। দ্রুত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয় বলেও জানায়  এয়ার ইন্ডিয়া।

সম্প্রতি আহমেদাবাদ থেকে লন্ডন সংলগ্ন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার পরিষেবার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে যাত্রীদের মধ্যেও।

এর পরেও গত কয়েক দিনে এয়ার ইন্ডিয়ার একাধিক উড়োজাহাজে ত্রুটি ধরা পড়েছে। 

সম্প্রতি মুম্বাই থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের কেবিন থেকে ‘পোড়া গন্ধ’ আসতে শুরু করেছিল। তার জেরে উড়োজাহাজটিকে মাঝ-আকাশ থেকেই আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ে। 

এর পর মুম্বাই থেকে ব্যাঙ্ককগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজেও সম্প্রতি বিপত্তি দেখা দিয়েছিল। পরে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়, ব্যাঙ্ককগামী উড়োজাহাজটির বাঁ দিকের ডানার নীচে কিছু খড় আটকে ছিল।

-B

Share this post



Also on Bangladesh Monitor