বিপর্যয়ের পর এয়ার ইন্ডিয়ার সতর্কতা

-মনিটর ডেস্ক রিপোর্ট Date: 19 June, 2025
বিপর্যয়ের পর এয়ার ইন্ডিয়ার সতর্কতা

ঢাকাঃ আহমদাবাদ উড়োজাহাজ দুর্ঘটনার কয়েক দিন পর বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া।আগামী ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বোয়িং ওয়াইডবডি উড়োজাহাজের  পরিষেবা ১৫ শতাংশ কমানো হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

আহমদাবাদে ১২ জুন টেক অফের ঠিক পরে ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই বাড়তি সতর্কতা নিচ্ছে সংস্থাটি। সেই প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের।

এক্স (পূর্বতন টুইটার)-এ একটি বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, 'মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা, ইউরোপ ও পূর্ব এশিয়ার বহু দেশের আকাশপথে রাতের কার্ফু, সম্প্রতি বাড়ানো নিরাপত্তা পরিদর্শন এবং পাইলট ও ইঞ্জিনিয়রদের অতি সতর্ক দৃষ্টিভঙ্গির ফলে গত ৬ দিনে আন্তর্জাতিক রুটে ৮৩টি ফ্লাইট বাতিল হয়েছে।'

সংস্থাটি জানিয়েছে, এই সাময়িক ছাঁটাইয়ের ফলে রিজার্ভ উড়োজাহাজের সংখ্যা বাড়বে, ফলে ভবিষ্যতে অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে। একইসঙ্গে এই সিদ্ধান্তকে 'পরিস্থিতি অনুযায়ী জরুরি এবং পরিকল্পিত পদক্ষেপ' হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।

যাত্রীদের অসুবিধা নিয়ে তারা লিখেছে, 'এই রুট কাটছাঁটে যারা প্রভাবিত হচ্ছেন, তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। যাত্রীদের আগাম জানিয়ে অন্য ফ্লাইটে জায়গা করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। চাহিদা অনুযায়ী বিনা খরচে রি-শিডিউল করতে পারবেন যাত্রীরা অথবা পুরো টিকিটের টাকা ফেরত পাবেন।

আহমদাবাদে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়ে সংস্থার তরফে বলা হয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) বোয়িং ৭৮৭-৮ ও ৭৮৭-৯ ফ্লাইটে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছে। এ পর্যন্ত ৩৩টির মধ্যে ২৬টি উড়োজাহাজের পরীক্ষা-নিরীক্ষা করে পরিষেবায় ফেরানো হয়েছে। বাকি গুলিও কিছু দিনের মধ্যেই পরিষেবা দিতে শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি । 

তাদের দাবি, পরীক্ষায় এতগুলি উড়োজাহাজ ক্লিয়ার হওয়াটাই প্রমাণ করছে, সংস্থার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা মান কতটা কঠোর ও নির্ভরযোগ্য।

-B

Share this post



Also on Bangladesh Monitor