বাংলাদেশে সবচেয়ে বেশি রাষ্ট্রবিহীন নাগরিক

-মনিটর রিপোর্ট Date: 21 June, 2025
বাংলাদেশে সবচেয়ে বেশি রাষ্ট্রবিহীন নাগরিক

ঢাকাঃ জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বিশ্বে রাষ্ট্রবিহীন মানুষের সংখ্যা প্রায় ৪৪ লাখ, যার বড় অংশই রোহিঙ্গা। ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে বাস্তুচ্যুত ও রাষ্ট্রবিহীন রোহিঙ্গার সংখ্যা ২৫ লাখেরও বেশি। এর মধ্যে অন্তত ৪৫ শতাংশই এখন বাংলাদেশে অবস্থান করছে।

বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলো বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রবিহীন জনগোষ্ঠীর আবাসস্থলে পরিণত হয়েছে। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৩৩ হাজার ৯৮১ জন। মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে আশ্রয় নেওয়া এসব জনগোষ্ঠীর বেশিরভাগ এসেছে ২০১৭ সালের পর।

রাখাইনে চলমান গৃহযুদ্ধ, আন্তর্জাতিক তহবিল হ্রাস এবং তৃতীয় দেশ পুনর্বাসন প্রক্রিয়ার ধীরগতির কারণে রোহিঙ্গা সংকট দিন দিন জটিল হচ্ছে। ইউনিসেফ, ইউএসএইডসহ বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম ও সহায়তা কমিয়ে দিয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও সুরক্ষা খাতে সংকট প্রকট হচ্ছে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, "২০২৫ সালে অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, যা মানবিক সহায়তা কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।" তিনি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বর্তমানে রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ রয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে। ফলে জান্তা সরকারের সঙ্গে আগে হওয়া প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বলেন, "আমরা রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে চায়, তবে এখনো প্রতিদিন সীমান্ত দিয়ে রোহিঙ্গা ঢুকছে।"

বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে শুধু জান্তা নয়, আরাকান আর্মিকেও আলোচনায় আনতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও বাড়াতে হবে, না হলে মানবিক সংকট আরও তীব্র হবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor