বিমানবন্দরে ভাল্লুকের তাণ্ডব: ফ্লাইট বাতিল, রানওয়ে বন্ধ

-মনিটর ডেস্ক রিপোর্ট Date: 29 June, 2025
বিমানবন্দরে ভাল্লুকের তাণ্ডব: ফ্লাইট বাতিল, রানওয়ে বন্ধ

ঢাকাঃ বৃহস্পতিবার (২৬ জুন) জাপানের উত্তরাঞ্চলের ইয়ামাগাটা বিমানবন্দরে একটি কালো ভাল্লুক ঢুকে পড়ায় রানওয়েতে উড়োজাহাজ  চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১২টি ফ্লাইট বাতিল করা হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাল্লুকটি রানওয়ের ভেতরে ঢুকে পড়ে আপনমনে ঘোরাঘুরি করতে থাকে। কর্মীরা সেটিকে তাড়াতে গেলে ভাল্লুকটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং পুরো রানওয়ে কার্যত দখলে নেয়। এতে হ্যাঙ্গার থেকে কোনো উড়োজাহাজ বের করাও নিরাপদ ছিল না।

ইয়ামাগাটা বিমানবন্দরের কর্মকর্তা আকিরা নাগাই কে বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা কোনোভাবেই উড়োজাহাজ  ওঠানামার ব্যবস্থা করতে পারছি না। ইতিমধ্যে ১২টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।”

নাগাই জানান, এই বছর আগেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। দ্বিতীয়বার রানওয়ে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।

ভাল্লুকটি ধরতে শিকারিরা ফাঁদ পাতে এবং পুলিশ পুরো বিমানবন্দর এলাকা ঘিরে রাখে  যাতে প্রাণীটি পালাতে না পারে।

জাপানের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এক বছরে দেশটিতে রেকর্ড ২১৯টি ভাল্লুক আক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬টি ছিল প্রাণঘাতী।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং হাইবারনেশন বা শীতঘুমের সময়সীমায় পরিবর্তনের কারণে ভাল্লুকরা খাদ্যের সন্ধানে শহরের দিকে চলে আসছে। পাশাপাশি জাপানে জনসংখ্যা কমে যাওয়া এবং গ্রামাঞ্চলে মানুষের উপস্থিতি হ্রাস পাওয়াও এই প্রবণতার অন্যতম কারণ।

-B

Share this post



Also on Bangladesh Monitor