ঢাকাঃ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশে যাত্রী যাতায়াত ৮৩ শতাংশ কমেছে। ফেব্রুয়ারিতে এই সংখ্যা আরো কমবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বেনাপোল বন্দরের কোথাও তেমন কোলাহল নেই। যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার চিরচেনা দৃশ্য নেই। ইমিগ্রেশনে অধিকাংশ কাউন্টারের কর্মকর্তারা হাত গুটিয়ে বসে থাকেন। কুলি-শ্রমিকদের তেমন ব্যস্ততা নেই। এক ধরনের সুনশান নিরাবতা বিরাজ করছে। মাঝে মাঝে কয়েকজন যাত্রীর আসা-যাওয়া করছেন।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত বুধবার বেনাপোল বন্দর দিয়ে ২ হাজার ২৮১ যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেছেন। এর মধ্য ভারতীয় নাগরিক ১ হাজার ৩৩৭ যাত্রী। মঙ্গলবার ১ হাজার ৯৪৩ যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেছেন। এর মধ্য ভারতীয় নাগরিক ১ হাজার ১১৯ জন। এর আগের দিন গত সোমবার ১ হাজার ৯৭১ জন যাতায়াত করেছেন। এর মধ্যে ভারতীয় নাগরিক আছেন ৯৪৫ জন।
গত বছর জুলাই মাসের পর থেকে ভারত সরকার বাংলাদেশে ভ্রমণ ভিসা দেয়া বন্ধ ঘোষণা করে। আগস্টের আগ পর্যন্ত এই বন্দর দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করতো।
বর্তমানে চিকিৎসা ছাড়া সব ধরণের ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত সরকার। এ জন্যে দুই দেশের মধ্যে যাত্রী গমণাগমণ ৮৩ শতাংশ কমেছে। এখন ২ হাজারে মতো যাত্রী প্রতিদিন যাতায়াত করছে। ভ্রমণ ও বাণিজ্য ভিসা যাদের দেয়া আছে, তাদের মেয়াদও চলতি ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। তখন যাতায়াত আরো কমে যাবে।
এদিকে বিজনেস ভিসাও বন্ধ রয়েছে। ফলে আমদানি-রফতনি বাণিজ্যে এর প্রভাব পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
-B