শিগগিরই দুটি উড়োজাহাজ ভাড়া নেবে বিমান

-মনিটর রিপোর্ট Date: 28 June, 2025
শিগগিরই দুটি উড়োজাহাজ ভাড়া নেবে বিমান

ঢাকাঃ যাত্রী চাহিদা পূরণে বিমানের উড়োজাহাজ সংকট মোকাবিলায় আগামী কয়েক মাসের মধ্যে অন্তত দুটি উড়োজাহাজ ভাড়ায় (লিজে) নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২৬ জুন) বিমানের প্রধান কার্যালয়ে ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক এক কর্মশালায় এ কথা বলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাফিকুর রহমান।

তিনি বলেন, বোয়িং ও এয়ারবাস উভয়ই বিমানে নতুন উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে। বিমানের টেকনো-ফিনান্সিয়াল কমিটি বর্তমানে তাদের প্রস্তাবগুলো মূল্যায়ন করছে। তবে তারা এও জানিয়েছে ২০৩১ সালের আগে নতুন কোনো উড়োজাহাজ সরবরাহ করতে পারবে না। তাই বিমানের প্রয়োজন মেটাতে আমরা অন্তত দুটি উড়োজাহাজ লিজে নিচ্ছি।

তিনি বলেন, বর্তমান যাত্রী চাহিদা মেটাতে উড়োজাহাজ দরকার। তাই আমরা সরাসরি লিজদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি। উড়োজাহাজ সংকটের কারণে নতুন কোনো রুট চালু করা সম্ভব হচ্ছে না।

আর্থিকভাবে টেকসই না হওয়ায় ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট ১ জুলাই থেকে স্থগিত করা হবে বলে জানান এমডি।

এমডি আরও বলেন, বিমান আগামী দিনে কয়েকটি উদ্যোগ নিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু এবং সংস্থার ভেতরে দুর্নীতি ও অব্যবস্থাপনা কমানোর পদক্ষেপ।

-B

Share this post



Also on Bangladesh Monitor