বোয়িংয়ের ৪০০ কোটি ডলার ক্ষতির পূর্বাভাস

- মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 25 January, 2025
বোয়িংয়ের ৪০০ কোটি ডলার ক্ষতির পূর্বাভাস

ভার্জিনিয়া, ইউএসএ : গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রায় ৪০০ কোটি ডলার লোকসানের আশঙ্কা করছে বোয়িং। ২০২৪ সালের একাধিক বিপত্তির শিকার হয়েছিল এ মার্কিন উড়োজাহাজ নির্মাতা জায়ান্ট, যা তাদের আর্থিক পূর্বাভাসে স্পষ্ট। 

কোম্পানিটি চতুর্থ প্রান্তিকে শেয়ারপ্রতি ৫ ডলার ৪৬ সেন্ট লোকসানের পূর্বাভাস দিচ্ছে। এ সময়ের বোয়িংয়ের আয় বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় কমে ১ হাজার ৫২০ কোটি ডলার হতে পারে।

বোয়িং বলেছে, ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে তারা নগদ ৩৫০ কোটি ডলার ব্যয় করেছে। সংকটের সময় তারল্য বাড়ানোর জন্য গত প্রান্তিকে ২ হাজার কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।

গত বছরের শেষ দিকে বোয়িংয়ের কর্মীদের একটি বড় অংশ ধর্মঘটে যায়। এ কারণে কিছু নির্দিষ্ট মডেলের উড়োজাহাজ উৎপাদন ব্যাহত হয়। ধর্মঘট ও কর্মীদের সঙ্গে নতুন চুক্তির কারণে কোম্পানিটির ঘাড়ে অতিরিক্ত ১১০ কোটি ডলার খরচ যোগ হয়েছে।

বোয়িংয়ের সিইও কেলি অর্টবার্গের মতে, কোম্পানির সামনে কিছু স্বল্পমেয়াদি চ্যালেঞ্জ থাকলেও চলতি প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) মধ্যে ব্যবসা স্থিতিশীল করার পদক্ষেপ নেয়া হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor