ঢাকাঃ আরব আমিরাত আজমানে বসবাসরত প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা সহজীকরণ করার উদ্দেশ্য বাংলাদেশ সমিতি আজমানের উদ্যোগে সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে ২লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। এসব প্রবাসীদের কনস্যুলার সেবা গ্রহণ করতে সময় এবং অর্থ ব্যয় করে ছুটে যেতে হতো বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে। এখন থেকে এসব প্রবাসী বাংলাদেশীদের অত্যন্ত সহজ ভাবে সেবা প্রদান করা হবে আজমান শহরে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে আজমান রাশিদিয়া-৩ গ্র্যান্ড মল অফিস টাওয়ারের ১৫ তলায় সমিতির কার্যালয় কনস্যুলার প্রস্তাবিত বাংলাদেশ সমিতি আজমানে এই সেবা প্রদানের জন্য বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের সাথে যৌথভাবে কাজ শুরু করেছে।
এ কনস্যুলার সেবা কেন্দ্রের তত্ত্বাবধায়করা জানান, মাসে এখানে প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশী পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এনআইডি, প্রবাসী কল্যাণ কার্ডসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে। বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ টিম মাসে ২ বার এই সেবা কেন্দ্রে ই-পাসপোর্টের বায়োমেট্রিক সংগ্রহ করবে।
তাছাড়া প্রবাসীরা এই সেবা কেন্দ্র থেকে চাইলে ইমিগ্রেশন সংক্রান্ত নানা ডকুমেন্ট টাইপিং ও ভিসা প্রসেসিং, টিকেটিং করারও সুযোগ সুবিধা পাবেন। আমিরাতে অভিবাসন আইন কানুন প্রসঙ্গে সম্যক ধারণা পাবেন এ কেন্দ্র থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির আহবায়ক মোহাম্মদ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদের সঞ্চালনায় অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনস্যুলার কর্মকর্তা (পাসপোর্ট) নাজমুল হাসান, কমিউনিটি নেতা জাকির হোসাইন, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, মীর কামাল, শাহীনুর শাহীন।
-B