চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু

-মনিটর রিপোর্ট Date: 30 June, 2025
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু

চট্টগ্রাম : দুই দিন বন্ধ থাকার পর আজ সোমবার (৩০ জুন) সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউস ও চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। 

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে শনিবার (২৮ জুন) সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউস ও বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কর্মসূচি প্রত্যাহারের পর রবিবার (২৯ জুন) রাতেই কাজে যোগ দিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘কর্মসূচি প্রত্যাহারের পর রবিবার রাত থেকে কাজ শুরু হয়েছে। তবে আজ সোমবার আমদানি-রফতানিসংক্রান্ত সব ধরনের কার্যক্রম পুরোদমে চলমান আছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রফতানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরে আজ সোমবার পুরোদমে কাজ চলমান আছে। বন্দরে জাহাজে কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তর, পণ্য খালাসসহ আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে চলছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor