ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

- মনিটর রিপোর্ট  Date: 04 February, 2025
ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

ঢাকাঃ ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২ ফেব্রুয়ারি)মধ্যরাত থেকে বিঘ্নিত হচ্ছে উড়োজাহাজ চলাচল। ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে  সিলেট ও কলকাতায় অবতরণ করেছে ৬টি উড়োজাহাজ। এছাড়া উড্ডয়ন ও অবতরণ বিলম্ব হয়েছে ১৬ ফ্লাইটের।

ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হওয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নৈমিত্তিক ঘটনা। এ অবস্থার উন্নয়নে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস প্রযুক্তির মানোন্নয়ন করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) । আইএলএস ক্যাটাগরি-১-এর পরিবর্তে স্থাপন করা হয়েছে ক্যাটাগরি-২। কিন্তু পরীক্ষামূলক ফ্লাইট না হওয়ায় এখনো এ প্রযুক্তি চালু করতে পারছে না সংস্থাটি। ফলে ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে।

তবে কুয়াশা কেটে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানালেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, ‘রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ৬টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সোমবার (৩ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টার পর ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে। পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।’

কামরুল ইসলাম বলেন, ‘১৬টি ফ্লাইটের মধ্যে ৯টি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড্ডয়ন করেছে। আর ৭টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি।’

এদিকে, আবহাওয়া অফিস জানায়, আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।

-B

Share this post



Also on Bangladesh Monitor