ঢাকা: দেশের প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ বাংলাদেশে ভ্রমণ বুকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। আসন্ন ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ বিজনেস-টু-কনজিউমার (B2C) পরিষেবা চালু করতে প্রস্তুত ফার্স্টট্রিপ, যা ভ্রমণপ্রেমীদের জন্য আরও সহজ, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এ মেলা। এতে দেশের ভ্রমণপ্রেমীদের জন্য নতুন ও আকর্ষণীয় সেবার সমাহার নিয়ে আসছে ফার্স্টট্রিপ, যা ভ্রমণ পরিকল্পনাকে আরও নির্বিঘ্ন ও সুবিধাজনক করে তুলবে।
এক প্ল্যাটফর্মে মিলবে সব ভ্রমণ সুবিধা
B2C পরিষেবা চালুর মাধ্যমে ফার্স্টট্রিপ ব্যবহারকারীদের জন্য তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ ও ভ্রমণ পরিকল্পনার সুবিধা নিয়ে আসছে। একটি উন্নত ও সহজ ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এসব সেবা গ্রহণ করা যাবে।
ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার জনাব হাসনাইন রফিক বলেন, "বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ট্রাভেল ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ আমাদের B2C পরিষেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"
তিনি আরও বলেন, "আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, যা সব শ্রেণির গ্রাহকদের জন্য আরও ব্যবহারযোগ্য ও সুবিধাজনক হবে।"
বিশেষ অফার: এক টিকিট কিনলে আরেকটি ফ্রি
ফার্স্টট্রিপের B2C পরিষেবা উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ অফার। একটি অভ্যন্তরীণ টিকিট কিনলে বিনামূল্যে আরেকটি টিকিট উপভোগ করা যাবে। এই অফার ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করা যাবে।
বুকিং ও ভ্রমণের সময়সীমা
মেলা চলাকালীন (৬-৮ ফেব্রুয়ারি) বুকিং করলে, ৬ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন ২০২৫-এর মধ্যে ভ্রমণ করা যাবে।
মূল্যছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। ফ্লাইট ও হোটেল বুকিংয়ের ওপরও থাকছে বিশেষ ছাড়।
এছাড়া মেলায় ফার্স্টট্রিপের প্যাভিলিয়নে লাইভ ডেমো উপভোগ করার সুযোগ থাকবে, যেখানে দর্শনার্থীরা সরাসরি ট্রাভেল প্ল্যাটফর্মটির কার্যপ্রণালী সম্পর্কে ধারণা পাবেন।
ভবিষ্যতের ভ্রমণ হবে ঝামেলামুক্ত
ইউএস-বাংলা ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ অংশ নিয়ে ফার্স্টট্রিপের নতুন পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন ভ্রমণপ্রেমীরা। আরও তথ্যের জন্য www.firsttrip.com ভিজিট করুন অথবা সর্বশেষ আপডেটের জন্য ফার্স্টট্রিপের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অনুসরণ করুন।
-B