এমিরেটস এয়ারলাইন ২৬ জানুয়ারি থেকে ভারতের মুম্বাই ও আহমেদাবাদে তাদের বহরের নতুনতম সংযোজন, এয়ারবাস এ৩৫০ দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এমিরেটসের এ৩৫০ এর এই পরিষেবা এখন থেকে প্রতিদিন এই দুই শহর থেকে চালু থাকবে।
এয়ারবাস এ৩৫০ বর্তমানে বৈশ্বিক নেটওয়ার্কের পাঁচটি গন্তব্যে সেবা প্রদান করছে।
এমিরেটসের সুপরিসর নতুন এই ফ্লাইটে সর্বশেষ অভ্যন্তরীণ সজ্জা, শিল্পের প্রথম প্রযুক্তি এবং উদ্ভাবনগুলি সংযোজিত হয়েছে, যা যাত্রীদের জন্য একটি অসাধারণ আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এছাড়া, এমিরেটস বর্তমানে মুম্বাই ও বেঙ্গালুরুতে প্রতিদিন এয়ারলাইনের প্রধান ফ্ল্যাগশিপ এ৩৮০ উড়োজাহাজ দিয়ে সেবা প্রদান করছে, যেখানে গ্রাহকরা চারটি কেবিন ক্লাসের মধ্যে সেবা পাবেন, যার মধ্যে রয়েছে স্বাক্ষরিত প্রিমিয়াম ইকোনমি অভিজ্ঞতা।
এমিরেটস বর্তমানে ভারতব্যাপী ৯টি গন্তব্যে ১৬৭টি ফ্লাইট পরিচালনা করছে।
-B