আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ফল মেলা

-মনিটর রিপোর্ট Date: 19 June, 2025
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ফল মেলা

ঢাকাঃ রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে আজ (১৯ জুন) থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা। চলবে ২১ জুন পর্যন্ত।

এবারের ফল মেলায় ২৬টি সরকারি ও ৪৯টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট ৭৫টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষের প্রযুক্তি প্রদর্শন করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় এবারের প্রতিপাদ্য হচ্ছে - দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত ফলও কিনতে পারবেন মেলা থেকে।

-B

Share this post



Also on Bangladesh Monitor