ঢাকাঃ নেলসন ম্যান্ডেলার নয় কক্ষ বিশিষ্ট স্যাংচুয়ারি ম্যান্ডেলা বাড়িটি গত ১ অগাস্ট থেকে একটি বিলাস বহুল হোটেল হিসেবে চালু করা হয়েছে।
এই বাড়িটি হাঘটন জোহান্সবার্গে অবস্থিথ। দক্ষিণ আফ্রিকার এই বিপ্লবী থেকে রাষ্ট্রপতি ১৯৯০ সালে তার মুক্তির পর থেকে এই অনুপম অট্টালিকায় থাকতেন।
স্যাংচুয়ারি ম্যান্ডেলার চারিপাশে সবুজের সমারহ সুন্দর বাগানে শোভিত এবং এখানে এই নোবল শান্তি বিজয়ীর অনেক স্মৃতির স্বাক্ষর বহন করে।
এখানেই ম্যান্ডেলা বিশ্বের অনেক মান্য -গণ্য অথিতিকে অভ্যার্থনা জানিয়েছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিশেল ওবামা ও বিল ক্লিনটন।
এই হোটেলে আপনি উপভোগ করতে পারেন ভোজন রাশিক ম্যান্ডেলার প্রিয় খাবারগুলো। যা প্রস্তুত করেন তার প্রিয় পাচক জলিসওয়া নোনিয়া। নোনিয়া ২০ বছর ধরে নেলসন ম্যান্ডেলার পারিবারিক শেফ ছিলেন। নেলসন ম্যান্ডেলাকে আফ্রিকানরা মাদুবা বলে ডাকতে পসন্দ করতেন।