নওগাঁ : বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উন্মুক্ত করা হলো নওগাঁর রাণীনগরে জেলার প্রথম পর্যটন এলাকা রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও সৎস্য অভয়াশ্রম।
মঙ্গলবার (২৮ জানুয়ারি)বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
“রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উদ্বোধনের পরই বিভিন্ন বয়সের দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গন। এসময় জেলা প্রশাসক আগামীতে এই পর্যটন কেন্দ্রকে আরো আধুনিকায়ন ও আকর্ষনীয় হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন।
ঐতিহাসিক রক্তদহ বিলের ঐতিহ্যকে দেশবাসীর কাছে পৌছে দিতে, উপজেলাবাসীর জন্য পরিবার নিয়ে কিছুটা সময় প্রাকৃতিক পরিবেশে অতিবাহিত করতে এবং যান্ত্রিক জীবনে একটু সুস্থ্য বিনোদন পেতেই উপজেলার ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকাসহ শতবছরের ঐতিহ্য রক্তদহ বিলের সংযোগ খাল রতনডারার দুইপাশের নিরিবিলি পরিবেশকে ঘিরে একটি ছিমছাম বিনোদেন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।
সেই পরিকল্পনার মধ্যে খালের পাড়ের গাছের ফাঁকে ফাঁকে পর্যটকদের বসার জন্য চমৎকার ব্রেঞ্চ, ছবি তোলার জন্য বিভিন্ন রকমের স্থাপনা নির্মাণ, পাখিদের অবাধ বিচরণের জন্য গাছে গাছে পাখিদের বসবাসের বাসা তৈরির হাড়ি স্থাপন, পর্যটকদের সহজেই চলাচলের জন্য পুরো খালের মেঠো রাস্তায় ইট বিছানো, বক ও মাছের নানা প্রতিকৃতি স্থাপন, আকর্ষনীয় পরিবেশ সৃষ্টির জন্য নানা প্রজাতির ফুল ও পরিবেশ বান্ধব গাছ রোপন করাসহ নানা পরিকল্পনা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমন অসাধারণ ও অভাবনীয় উপহার পেয়ে উপজেলাবাসী দারুন খুশি ও উচ্ছ্বিসিত। উপজেলার কোথাও পরিবার নিয়ে একটু সময় কাটানোর জায়গা ছিলো না। পরিত্যক্ত এমন জায়গাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলায় অন্তত যে কোন মানুষ পরিবার-পরিজন নিয়ে এখন থেকে কিছুটা সময় প্রকৃতির নিরিবিলি পরিবেশের মাঝে অতিবাহিত করতে পারবেন বলে মনে করছেন সচেতন মহল। এমন পর্যটন কেন্দ্র গড়ে তোলায় আগত পর্যটকদের কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠবে নতুন নতুন কর্মসংস্থানের। এমন অভাবনীয় স্থাপনা গড়ে তোলায় উপজেলার সকল শ্রেণির মানুষ জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ জানিয়েছে।
এদিন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের আগত অতিথিরা পুরো পর্যটন এলাকা ঘুরে দেখেন। পরে হাতিরপুল সংলগ্ন স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন উপজেলার নানা বিষয়ে ও রক্তদহ বিলের ইতিহাস তুলে ধরেন।
-B