শাহ আমানতে উড়োজাহাজ চলাচল এখন স্বাভাবিক

-মনিটর রিপোর্ট Date: 05 July, 2025
শাহ আমানতে উড়োজাহাজ চলাচল এখন স্বাভাবিক

চট্টগ্রাম : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি-১৩৮) রানওয়েতে আটকা পড়ে। 

এ ঘটনায় ২ ঘণ্টা শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। বর্তমানে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক  রয়েছে।

জানাগেছে, সৌদি আরবের মদিনা থেকে উড়োজাহাজটি শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করে। চট্টগ্রামে সকাল সোয়া ৯টায় অবতরণ করে। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। উড়োজাহাজটি অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের মাঝপথে আটকে যায়। 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৩৮ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে।  

-B

Share this post



Also on Bangladesh Monitor