বিমানে বোমা সদৃশ কিছু খুঁজে পাওয়া যায়নি

- মনিটর রিপোর্ট  Date: 22 January, 2025
বিমানে বোমা সদৃশ কিছু খুঁজে পাওয়া যায়নি

ঢাকাঃ ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট ফ্লাইটটির ভেতর প্রবেশ করে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। তবে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে শাহজালাল বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, তল্লাশি শেষে থ্রেট ও তল্লাশির বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এ হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। 

অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

-B

Share this post



Also on Bangladesh Monitor