মাত্র ১০ মিনিটে দেয়া হবে অন-অ্যারাইভাল ভিসা

- মনিটর রিপোর্ট  Date: 13 February, 2025
মাত্র ১০ মিনিটে দেয়া হবে অন-অ্যারাইভাল ভিসা

ঢাকাঃ বাংলাদেশে আসার পর মাত্র ১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। 

১৪টি দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আরও সহজ করতে অনলাইন অ্যাপ উদ্বোধনকালে উপদেষ্টা একথা বলেন। এসময় তিনি আরও বলেন, চুক্তি থাকা দেশগুলোর নাগরিকদেরকে ৩০ দিনের জন্য অন-অ্যারাইভাল ভিসা দেয়া হবে।

এদিকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্তির যে সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তা স্বাগত জানান উপদেষ্টা। তিনি বলেন, আলোচনা পর্যালোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor