কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, সব যাত্রী নিহত

- মনিটর অনলাইন  Date: 12 January, 2025
কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, সব যাত্রী নিহত

বোগোটা : কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে  ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। আকারে ছোট ওই উড়োজাহাজটিতে ২জন ক্রু এবং ৮যাত্রী ছিলেন।

গত বুধবার (৮ জানুয়ারি) জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে উড়োজাহাজটি নিখোঁজ হয়। পরে উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামে বিধ্বস্ত হয়। পরে শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে।

অ্যান্টিওকিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কার্লোস রিওস পুয়ের্তা বলেন, দুঃখজনকভাবে উড়োজাহাজে থাকা কেউই জীবিত নেই। ঘটনাস্থলে আমাদের ৩৭ জন কর্মী কাজ করেছে এবং মরদেহ উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। অন্যদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে বেসামরিক উড়োজাহাজ কর্তৃপক্ষ একটি তদন্ত কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

-B

Share this post



Also on Bangladesh Monitor