উড্ডয়নের পরই উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

-মনিটর অনলাইন Date: 02 July, 2025
উড্ডয়নের পরই উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

ঢাকাঃ প্রাইভেট উড়োজাহাজে চড়ে পরিবারসহ ছুটি কাটাতে যাচ্ছিলেন এক ব্যক্তি। কিন্তু উড়োজাহাজটি উড্ডয়নের মাত্র ৭ মিনিট পরেই বিধ্বস্ত হয়। 

মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ধনাঢ্য শিল্পপতি জেমসে জিম ওয়েলার ও তার পরিবারের ৩ সদস্য।

সংবাদমাধ্যম জানিয়েছে, ৩০ জুন স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে ইয়াংসটাউন ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে চেসনা-৪৪১ মডেলের এই উড়োজাহাজটি উড্ডয়ন করে। তবে মাত্র ৭ মিনিট পর বিমানবন্দর থেকে প্রায় ২মাইল দূরে গিয়ে বিধ্বস্ত হয়।

জানা গেছে, উড়োজাহাজটি বোজম্যান, মন্টানার উদ্দেশে যাত্রা করেছিল। ধনাঢ্য শিল্পপতি জেমস জিম ওয়েলার ও তার পরিবার ছুটি কাটাতে সেখানে যাচ্ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটিতে ২জন অভিজ্ঞ পাইলট ও ৪জন যাত্রী ছিলেন। তবে তাদের কেউই বেঁচে নেই। এটি সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ঘটানো সবচেয়ে প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা বলে জানিয়েছে প্রশাসন।

কর্তৃপক্ষ আরও বলছে, দুর্ঘটনার কারণ জানতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং FAA যৌথভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor