পোড়া গন্ধের পরে মুম্বাইতে ফেরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 

-মনিটর ডেস্ক রিপোর্ট Date: 29 June, 2025
পোড়া গন্ধের পরে মুম্বাইতে ফেরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 

ঢাকাঃ মুম্বাই থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। মাঝ আকাশে সেটির কেবিন থেকে ‘পোড়া গন্ধ’ পাওয়া যায়। তাই সাবধানতার জন্য উড়োজাহাজটি আবার মুম্বাইয়ে ফেরত আনা হয়। 

শুক্রবারের (২৭ জুন) ওই বিপত্তির কথা শনিবার (২৮ জুন)প্রকাশ্যে আসতেই আবারও আলোচনা শুরু হয় উড়োজাহাজ।সংস্থাটিকে নিয়ে। 

সংবাদমাধ্যম জানায়, শুক্রবার ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার এআই ৬৩৯ উড়োজাহাজে। সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মুম্বাই থেকে চেন্নাইগামী ওই উড়োজাহাজের কেবিনে ‘পোড়া গন্ধ’ পাওয়া যাচ্ছিল। সেই কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এটিকে আবার মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। 

তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে এবং যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

সংস্থাটি জানায়, উড়োজাহাজটি ফিরে আসার পরে মুম্বাই বিমানবন্দরে কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। অপ্রত্যাশিত এই বিঘ্নের কারণে যাত্রীদের যাতে কোনও সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে সব ধরনের সাহায্য করা হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor