ঢাকাঃ অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো সিডনি ২০২৫’। স্থানীয় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মঙ্গলবার (১৭ জুন)এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ১০টি বাংলাদেশী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
প্রদর্শনীতে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অর্থায়নে তৈরি পোশাকসামগ্রী প্রদর্শন করছে ৮টি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। এছাড়া তৈরি পোশাক শিল্পের আরো দুটি প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে অংশ নিয়েছে।
সিডনি গ্লোবাল সোর্সিং এক্সপোয় বাংলাদেশী রফতানি পণ্যসামগ্রীর প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফএম বোরহান উদ্দীন। এ সময় কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা, আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক জুলি হল্ট, ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে বিশ্বের ১২টি দেশের প্রায় ৬০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে প্রতি বছর দুবার এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পরিক যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব প্রদর্শনী।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রফতানি পণ্যসামগ্রীর প্রায় ৯৩ শতাংশই তৈরি পোশাকসামগ্রী। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ২৩তম বাণিজ্যিক অংশীদার।
-B