ঢাকাঃ জর্জিয়ায় একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে উড়োজাহাজে থাকা ২০ জন সেনা সদস্যের সবাই নিহত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।
সি-১৩০ মডেলের এই উড়োজাহাজটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে তুরস্কে ফেরার পথে মঙ্গলবার (১১ নভেম্বর)জর্জিয়ার সিগনাগি মিউনিসিপ্যালিটিতে, আজারবাইজান সীমান্তের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়।
প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “আমাদের বীর সহযোদ্ধারা ১১ নভেম্বর ২০২৫ তারিখে শহীদ হয়েছেন, যখন আমাদের সি-১৩০ সামরিক পরিবহন উড়োজাহাজ, যা আজারবাইজান থেকে আমাদের দেশে ফেরার পথে ছিল, জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়।”
তিনি নিহত সেনা সদস্যদের ছবি সহ শোকবার্তাও প্রকাশ করেন।
উড়োজাহাজ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে, বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-B