ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পে-গ্রুপ ৩(২)-এর অধিকারবঞ্চিত কর্মীরা চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পদোন্নতি ও জ্যেষ্ঠতার দাবিতে বিক্ষোভ করেছেন।
রবিবার (১৪ জুলাই) বিমানের বলাকা কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এতে শ্রম আইন মেনে তাদের চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট), পদোন্নতি ও জ্যেষ্ঠতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ‘আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পে-গ্রুপ ৩(২)-এর অধিকারবঞ্চিত কর্মী। আমরা কর্মপরিবেশ ও অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে শ্রমিক লীগে যোগ দিয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। মানসিক উৎকণ্ঠামুক্ত কর্মপরিবেশ তৈরি করা একটি আন্তর্জাতিক নির্দেশনা, যা বিমান পরিচালনার জন্য অত্যাবশ্যক।’
বক্তারা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, শ্রমিকনেতাদের মাধ্যমে এ যৌক্তিক দাবিগুলো ম্যানেজমেন্টের কাছ থেকে দ্রুত আদায় করা হবে। কিন্তু বারবার মৌখিক আশ্বাস পেলেও দীর্ঘ আট বছরে এর কোনো স্থায়ী সমাধান পাইনি। যদি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে আমাদের ওপরের দাবিগুলো বাস্তবায়ন না হয়, তাহলে আমরা ১৬তম দিন থেকে লাগাতার কর্মবিরতি ও অনশনের মতো কঠোর আন্দোলনে যাব।
-B