সম্পূর্ণ টিকা প্রাপ্ত বিদেশিরা ওমরাহ পালন করতে পারবে

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 10 August, 2021
সম্পূর্ণ টিকা প্রাপ্ত বিদেশিরা ওমরাহ পালন করতে পারবে

ঢাকাঃ করোনাভাইরাস প্রতিরোধী সম্পূর্ণ টিকা নেয়া বিদেশিদের ওমরাহ পালনের জন্য পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতে দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

ইতোপূর্বে সৌদি সরকার ৯ আগস্ট হতে ওমরাহ পালনের উদ্দেশ্যে ভ্রমণকারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করার ঘোষণা প্রদান করে।

করোনা অতিমারি ঠেকাতে ১৮ মাস আগে সৌদি আরব বিদেশী যাত্রীদের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দেয়। তবে গত ১ আগস্ট হতে পুনরায় বিদেশিদের সৌদি আরবে প্রবেশের অনুমতি প্রদান করে।

গত মাসে সৌদি আরবের সম্পূর্ণ টিকা নেয়া প্রায় ৬০ হাজার স্থানীয় বাসিন্দা পবিত্র হজ্জ পালন করেন।

শুরুতে প্রতি মাসে ৬০ হাজার মানুষকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হলেও ক্রমান্বয়ে এই সংখ্যা বাড়িয়ে মাসে বিশ লাখ পর্যন্ত করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরব যেসব টিকার অনুমোদন দিয়েছে তার মধ্যে আছে ফাইজার, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এবং জনসন এন্ড জনসন।

সৌদি ডেপুটি হজ্জ্ব মন্ত্রী আবদুল্লাফাত্তাহ বিন সুলাইমান মাশাত এই মর্মে সতর্ক করেন যে ওমরাহ পালন করতে আসা বিদেশিদের প্রয়োজনে কোয়ারেনটিনে থাকতে হতে পারে।

Share this post



Also on Bangladesh Monitor