ঢাকাঃ কাতারে বাংলাদেশি নাগরিকদের ওই দেশের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যেকোনও ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।
সোমবার (২৩ জুন) কাতারে মার্কিন ঘাটিতে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে এই অনুরোধ জানায় দূতাবাস।
দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশি নাগরিকদের কাতারের প্রচলিত আইনকে সম্মান জানিয়ে কাতারের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যেকোনও ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করা হল।
এছাড়াও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এই সংক্রান্ত ভিডিও, ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের জন্য অনুরোধ করা হচ্ছে।’
প্রসঙ্গত, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী— সরকার অনুমোদিত ছাড়া অন্যকোনও ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ‘সোমবার (২৩ জুন) কাতারে সংঘটিত উদ্ভূত পরিস্থিতিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করছে। যদিও ঘটনা পরবর্তী কাতার সরকারের বিবৃতি অনুযায়ী, পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের উদ্বিগ্ন না হয়ে সতর্কতা, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
-B