বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

-মনিটর রিপোর্ট Date: 24 June, 2025
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় রবিবার (২২ জুন) তথ্য অধিকারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান।

কর্মশালায় বিমানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য তথ্য অধিকার আইন, এ আইন প্রণয়নের পটভূমি, আইনের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সংশ্লিষ্ট বিধি ও প্রবিধি এবং এসবের বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নবনিযুক্ত কর্মকর্তাদের পাশাপাশি বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষণ দেন বিমানের প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর এবং উপমহাব্যবস্থাপক লিগ্যাল অ্যাফেয়ার্স মো. আল মাসুদ খান।

-B

Share this post



Also on Bangladesh Monitor