মার্কিন ডলারের তুলনায় সিঙ্গাপুর ডলার এখন শীর্ষে

-মনিটর অনলাইন Date: 26 January, 2026
মার্কিন ডলারের তুলনায় সিঙ্গাপুর ডলার এখন শীর্ষে

ঢাকাঃ সিঙ্গাপুর ডলার মার্কিন ডলারের তুলনায় ২০১৪ সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌঁছেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এই সপ্তাহে নীতি অপরিবর্তিত রাখার কথা ভাবছে।

জাপানি মুদ্রা হস্তক্ষেপের সম্ভাবনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভবত হস্তক্ষেপের খবরের কারণে মার্কিন ডলারের চাপ বেড়েছে। এর ফলে সিঙ্গাপুর ডলার ০.৩ শতাংশ বাড়ে এবং এখন ১ ডলারের বিপরীতে ১.২৬৮৪ ডলারে দাঁড়িয়েছে।

গত ২৩ জানুয়ারি নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের সুদের হার যাচাইয়ের পর মার্কিন ডলারের দাম কমেছে। এতে জাপানি ইয়েনের দাম ১.২ শতাংশ বেড়েছে।

মার্কিন ডলারের দুর্বলতার কারণে অন্যান্য এশীয় মুদ্রাও উপকৃত হয়েছে। মালয়েশিয়ার রিঙ্গিত ২০১৮ সালের পর সবচেয়ে শক্তিশালী হয়েছে। আর দক্ষিণ কোরিয়ার ওন প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক সুদের হারের পরিবর্তনের বদলে মুদ্রার বিনিময় হারের দিকে বেশি নজর রাখে।

সাম্প্রতিক বছরগুলোতে লভ্যাংশভিত্তিক শেয়ারবাজার, এএএ রেটিংপ্রাপ্ত বন্ড এবং তুলনামূলকভাবে পূর্বানুমেয় সরকারি নীতির কারণে বিনিয়োগকারীদের কাছে সিঙ্গাপুর আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে। 

দেশটির প্রধান শেয়ার সূচক স্ট্রেইটস টাইমস ইনডেক্স বর্তমানে রেকর্ড উচ্চতায় রয়েছে। পাশাপাশি গত ১২ মাসে সিঙ্গাপুর ডলার মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৬ শতাংশ শক্তিশালী হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor