কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারও বাদ বাংলাদেশ

- A Monitor Desk Report  Date: 02 November, 2025
কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারও বাদ বাংলাদেশ

ঢাকা: আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এই উৎসবে ৩৯টি দেশের ২১৫টি চলচ্চিত্র দেখানো হবে। তবে থাকছে না প্রতিবেশী বাংলাদেশ। ফলে ২০২৪ সালের পর ২০২৫ সালেও বাংলাদেশের কোনো চলচ্চিত্র বা ডকুমেন্টারি ফিল্ম দেখানো হবে না।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য বার্তা সংস্থাকে জানায়, 'আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে মাত্র একটি ছবি জমা দেওয়া হয়েছিল। তানভীর চৌধুরীর 'কাফ্ফারাহ'। কিন্তু দুঃখের বিষয় এটি আমাদের কাঙ্ক্ষিত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে চলচ্চিত্র উৎসবে ছবিটি জায়গা পায়নি।'

জানা গেছে, ভিসা জটিলতা রাজনৈতিক পরিস্থিতিও এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের উপস্থিতি না থাকার পেছনের কারণ হতে পারে।

বিষয়টি নিয়ে গত বছরই উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন পরিচালক গৌতম ঘোষ। সেসময় তাকে বলতে শোনা গিয়েছিল, এবারের পরিস্থিতি ভিন্ন। সেদেশে ভিসা সমস্যা রয়েছে। আর বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে অনেকটা সময় লাগবে।

সপ্তাহব্যাপী এই উৎসব চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ভারত ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, ইতালিসহ অন্যরা।

-B

Share this post



Also on Bangladesh Monitor