রাজধানী ও শহরতলির বাসে চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা

-মনিটর রিপোর্ট Date: 20 January, 2026
রাজধানী ও শহরতলির বাসে চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা

ঢাকা : মহানগর ও শহরতলি এলাকায় বাসগুলোতে যাত্রীদের জন্য ই-টিকেটিং পদ্ধতি চালু হচ্ছে। 

উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি শ্রমিক সংগঠন। 

ই-টিকেট কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে আরবানমুভ টেক নামের একটি কোম্পানি।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানিকভাবে এ পদ্ধতির উদ্বোধন করা হয়। এ সময় এক সপ্তাহের মধ্যে পদ্ধতিটি পুরোদমে চালু করা হবে বলে জানান পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

তিনি বলেন, ‘বিভিন্ন রুটের পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আরবানমুভ টেক ই-টিকেটিং ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব নিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম চালু করা হবে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও পুলিশ প্রশাসন এ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা ও তদারকি করবে।’

এ পদ্ধতিতে সাধারণ পালনীয় কিছু বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। 

এগুলো হলো সব বাস নির্ধারিত স্টপেজে যাত্রী তুলবে ও নামাবে; সব যাত্রীকে অ্যাপ অথবা ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গাড়িতে ভ্রমণ করতে হবে; এ পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না; ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া নেয়া হবে আগের মতোই। 

সাইফুল আলম বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ পদ্ধতি কার্যকর হলে রাস্তায় যানজট কমবে, অসম প্রতিযোগিতায় গাড়ি চলাচল বন্ধ হবে, দুর্ঘটনা কমিয়ে যাত্রী সাধারণের চলাচলে নিরাপত্তা, আরাম, সুযোগ-সুবিধা নিশ্চিত হবে এবং রাস্তায় গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধ হবে।’

-B

Share this post



Also on Bangladesh Monitor