ঢাকাঃ এভারেস্টে আটকা পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে বিধ্বস্ত হয়েছে উদ্ধারকারী হেলিকপ্টার।
জানা গেছে, বেস ক্যাম্পের কাছে লোবুচেতে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (২৯ অক্টোবর) এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানান সিভিল এভিয়েশন অথরিটি অব নেপালের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল।
উদ্ধারকারী হেলিকপ্টারটির বিধ্বস্তের একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে দেখা যায় হেলিকপ্টারটি অবতরণের সময় পিছলে তুষারের ওপর একপাশে কাত হয়ে পড়ে যায়।
হেলিকপ্টারের চালককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধার করা হয়েছে কিনা সেটা পরিস্কার করে জানানো হয়নি।
বুধবার সাইক্লোনবাহিত তীব্র তুষারপাতের কারণে এভারেস্টের নেপালী এবং চীনা উভয় অঞ্চলই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
সম্প্রতি কয়েকদিনের জন্য অনেকগুলো ট্রেকিং রুট বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু বৃষ্টিপাত নিম্ন উচ্চতায় হচ্ছে এবং উঁচু ট্রেইলগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেহেতু এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
-B