ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ২৪-২৫ নভেম্বর জব উৎসব

মনিটর রিপোর্ট Date: 21 November, 2023
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ২৪-২৫ নভেম্বর জব উৎসব

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ২৪ ও ২৫ নভেম্বর আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে ডিআইইউ জব উৎসব ২০২৩। 

দুদিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ। 

আরও পড়ুন: স্মার্টফোনের চার্জার দিয়েই চার্জ হবে ল্যাপটপ, স্মার্টওয়াচ, ইয়ারবার্ডস

রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের উপদেষ্টা ও ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন। 

-B

Share this post



Also on Bangladesh Monitor