উড়োজাহাজের পাইলটকে ধমক

- মনিটর অনলাইন Date: 18 September, 2025
উড়োজাহাজের পাইলটকে ধমক

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবাহিনীর এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে যুক্তরাজ্যে যাচ্ছেন। এটির ৮ মাইল দূর দিয়ে উড়ে যাচ্ছিল স্পিরিট এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

ওই সময় স্পিরিট এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে ২০ ডিগ্রি বাক নিয়ে দূরে সরে যাওয়ার নির্দেশ দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। তবে প্রথম নির্দেশনায় না সরায় ওই উড়োজাহাজের পাইলটকে ধমক দিয়েছেন ট্রাফিক কন্ট্রোলার।

সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) লং আইল্যান্ডের ওপর দিয়ে উড়ছিল ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ। এর ৮ মাইল দূরে একই অঞ্চল দিয়ে যাচ্ছিল স্পিরিট এয়ারলাইন্সের উড়োজাহাজ।

ট্রাম্পের উড়োজাহাজটি যাচ্ছিল যুক্তরাজ্যে। অপরদিকে স্পিরিট এয়ারলাইন্সের উড়োজাহাজটি ফোর্ট লউডারডেল থেকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। এটিতে ছিল সাধারণ যাত্রী।

ওই সময় নিউইয়র্ক সেন্টার এয়ার ট্রাফিক কন্ট্রোলার স্পিরিট এয়ারলাইন্সের পাইলটকে রেডিওতে বলেন, “স্পিরিট ১৩০০, ২০ ডিগ্রি ডানে বাঁক নিন।” পাঁচ সেকেন্ড পরও কোনো সাড়া না দেওয়ায় তিনি আবার বলেন, “মনোযোগ দিন, স্পিরিট ১৩০০, ডানদিকে ২০ ডিগ্রি বাঁক নিন।”

এরপরও জবাব না দেওয়ায় ট্রাফিক কন্ট্রোলার পাইলটকে ধমক দিয়ে বলেন, “স্পিরিট ১৩০০, ২০ ডিগ্রি ডানে বাঁক নিন। স্পিরিট উইংস, ১৩০০ এ মুহূর্তে ডানে ২০ ডিগ্রি বাঁক নিন।”

পাইলট চতুর্থবারে গিয়ে বুঝতে পেরে ডান দিকে বাঁক নেন।

এরপর তিনি আবারও পাইলটের সঙ্গে রেডিওতে যোগাযোগ করেন। তখন তিনি বলেন, “স্পিরিট ১৩০০, আপনার বাম ডানার আট মাইল দূরে ট্র্যাফিক (অন্য উড়োজাহাজ) আছে। এটি একটি ৭৪৭ উড়োজাহাজ। আমি নিশ্চিত, আপনি উড়োজাহাজটি দেখতে পাচ্ছেন। এটির দিকে খেয়াল রাখুন, উড়োজাহাজটি সাদা ও নীল রঙের।”

এমন নির্দেশনার পর তিনি আবারও পাইলটের সঙ্গে যোগাযোগ করেন। তখন এয়ার কন্ট্রোলার অভিযোগ করেন, পাইলট উড়োজাহাজে বসে আইপ্যাড চালাচ্ছেন। এ কারণে তার নির্দেশনা খেয়াল করতে পারছেন না। তিনি পাইলটকে বলেন, “আপনি একবারে নির্দেশনা শুনতে পান না? আপনার সঙ্গে আমাকে বারবার কথা বলতে হয়। দয়া করে আইপ্যাড চোখের সামনে থেকে সরান।”

স্পিরিট এয়ারলাইন্সের কাছে এ ব্যাপারে জানতে চায় সংবাদমাধ্যম। জবাবে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “বোস্টনে যাওয়ার পথে আমাদের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশনা নিয়ম অনুযায়ী পালন করেছেন। নিরাপত্তাকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি।”

-B

Share this post



Also on Bangladesh Monitor