ঢাকাঃ থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ভুটানের রাজকন্যা ইউফেলমা চোডেন ওয়াংচুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমপ্লেক্সের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, ভুটানের প্রধান বিচারপতি নরবু শেরিং, ভুটানের জাতীয় পরিষদের চেয়ারপার্সন সাঙ্গে দোরজি, বিদেশ ও বাণিজ্য মন্ত্রী ডি এন ধুঙ্গেল, জেম শেরিং প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, বাংলাদেশ ও ভুটানের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দুই দেশের মধ্যে চিরস্থায়ী বন্ধুত্বের ঐতিহাসিক বন্ধনের ওপর জোর দেন। নতুন চ্যান্সেরি ভবনটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তারা মনে করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভুটানের প্রধানমন্ত্রী, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং ভুটানের পররাষ্ট্র সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন।
বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তারা দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে বাংলাদেশ ও ভুটানের মধ্যে যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দুদেশের মধ্যে আরও বেশি বিমান যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।
তারা বাংলাদেশের কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটির সঙ্গে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে যুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
পররাষ্ট্র সচিব ভুটানের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, রাজার গেলেফু মাইন্ডফুলনেস সিটি বাস্তবায়নে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে।
ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রফতানিতে আগ্রহ দেখিয়েছে। তারা বাংলাদেশ ও ভুটানের মধ্যে ইন্টারনেট সংযোগ নিয়েও আলোচনা করেন। বাংলাদেশও ভুটানে দক্ষ পেশাদার রফতানিতে আগ্রহ প্রকাশ করেছে।
-B