কাতার এয়ারওয়েজের টিকিটে ছাড়

-মনিটর রিপোর্ট Date: 07 September, 2025
কাতার এয়ারওয়েজের টিকিটে ছাড়

ঢাকাঃ ভ্রমণপিপাসুদের জন্য মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা রুটের ফ্লাইটের রিটার্ন টিকিটে বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ। 

শর্ত হিসেবে তারা জানিয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত শুধু সুনির্দিষ্ট তারিখের মধ্যেই এই ভাড়ায় যাতায়াত করা যাবে। টিকিট কেটে ফেলতে হবে চলতি বছরের ৭ সেপ্টেম্বর  তারিখের মধ্যে।

শনিবার (৬ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজ জানায়, আকাশপথের যাত্রাকে আরও সুখকর করতে শরৎকালের সেরা অফার নিয়ে এসেছে তারা। তবে শুধু কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেই টিকিট কাটা যাবে।

এয়ারওয়েজটি জানায়, বিশেষ ভাড়ায় সৌদি আরবের জেদ্দা ৮০ হাজার, রিয়াদ ৭৭ হাজার, কাতারের দোহা ৯০ হাজার, যুক্তরাজ্যের লন্ডন ১ লাখ ২৩ হাজার, স্পেনের মাদ্রিদ ১ লাখ ৪৬ হাজার, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টিকিট ১ লাখ ৩৭ হাজার টাকায় রিটার্ন টিকিট পাওয়া যাবে।

এদিকে ছাড় দিলেও টিকিটের সঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ। তারা জানায়, বিভিন্ন উৎসবসহ ব্ল্যাকআউটের দিনগুলোতে অফারের টিকিট পাওয়া যাবে না। এছাড়া শিশু ও নবজাতকের ভাড়ার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।

-B

Share this post



Also on Bangladesh Monitor