ঢাকাঃ দুবাই এয়ারপোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল গ্রিফিথসের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (ডিএক্সবি) দিয়ে রেকর্ড ৯ কোটি ৫৩ লাখ যাত্রী চলাচল করবে।
আগামী বছরগুলোয় এ প্রবণতা বাড়বে জানিয়ে তিনি জানান, টানা ১১ বছর ডিএক্সবি বিশ্বের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের খেতাব ধরে রেখেছে।
২০২৭ সালের মধ্যে যাত্রীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে। ২০৩২ সালে এর কার্যক্রম স্থানান্তরিত হবে আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (ডিডব্লিউসি), যেখানে প্রায় ১২ কোটি ৪০ লাখ যাত্রী পরিষেবার সক্ষমতা থাকবে।
-B