পর্যটন বিকাশে প্রবাসীদের সহযোগিতার আহ্বান

-মনিটর রিপোর্ট Date: 09 September, 2025
পর্যটন বিকাশে প্রবাসীদের সহযোগিতার আহ্বান

ঢাকাঃ বাংলাদেশের পর্যটন ও হোটেল শিল্পে বিদেশি বিনিয়োগ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) লন্ডন রিজিয়ন সম্প্রতি সংবর্ধনা জানিয়েছে বিশিষ্ট হোটেল ও ট্যুরিজম ব্যবসায়ী এবং আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আক্কাস উদ্দিনকে।

লন্ডন-বাংলাদেশ বিজনেস নেটওয়ার্কিংয়ের অংশ হিসেবে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ২ সেপ্টেম্বর
বিবিসিসিআই লন্ডন চেম্বারের বোর্ডরুমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসিসিআই লন্ডন রিজিয়নের সভাপতি মনির আহমেদ, সেক্রেটারি তোফাজ্জল আলম, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বশির আহমেদ, আনোয়ার খানসহ প্রবাসী ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

এছাড়া উপস্থিত ছিলেন লন্ডন বাংলা টিভির চিফ রিপোর্টার মুরাদ হোসেন এবং লন্ডন যমুনা টিভির চিফ রিপোর্টার রাকিবুল ইসলাম।

সভাপতি মনির আহমেদ বলেন,“বাংলাদেশে যদি বিনিয়োগের পর্যাপ্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা হয়, তবে লন্ডনের প্রবাসী ব্যবসায়ীরা দেশের হোটেল-মোটেল ও পর্যটন খাতে বিনিয়োগে আরও আগ্রহী হবেন।”

সংবর্ধনার জবাবে আক্কাস উদ্দিন বলেন,“বিশ্বমানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিবিসিসিআই যদি বাংলাদেশে পর্যটন খাতে এগিয়ে আসে, তবে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো।”

তিনি আরও বলেন,“বিবিসিসিআই নেতৃবৃন্দের আন্তরিক সংবর্ধনা এবং প্রবাসী সাংবাদিকদের সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। এই সম্পর্ক ভবিষ্যতে বাংলাদেশ ও লন্ডনের ব্যবসায়ীদের মধ্যে একটি স্থায়ী বন্ধনের ভিত্তি গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি।”

-B

Share this post



Also on Bangladesh Monitor