‘ফ্লাই ফ্যালকন’ আনছে এমজিএইচ গ্রুপ

-মনিটর রিপোর্ট Date: 04 November, 2025
‘ফ্লাই ফ্যালকন’ আনছে এমজিএইচ গ্রুপ

ঢাকাঃ এমজিএইচ গ্রুপ তাদের হেলিকপ্টার ব্যবসার পাশাপাশি একটি নতুন এয়ারলাইনস চালু করার পরিকল্পনা করছে। নতুন এয়ারলাইনসের নাম হবে ‘ফ্লাই ফ্যালকন’।

সংস্থার উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, এয়ারলাইনস চালু করতে তারা ইতোমধ্যেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সঙ্গে বৈঠক করেছে। নতুন এয়ারলাইনসটি যাত্রীবাহী ফ্লাইটের পাশাপাশি কার্গো সেবাও প্রদান করবে।

বেবিচক সূত্রে জানা গেছে, এয়ার ফ্যালকন বাংলাদেশ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি যৌথভাবে গঠন করেছে বাংলাদেশের লজিস্টিক কোম্পানি এমজিএইচ গ্রুপ এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইন্টারন্যাশনাল বিজনেস কোম্পানি (এফজেডই)। 

তারা ‘ফ্লাই ফ্যালকন’ নামে যাত্রী ও কার্গো উভয় ধরনের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। 

এয়ারলাইন্সটির ৫১ শতাংশ মালিকানা থাকছে বাংলাদেশের এমজিএইচ গ্রুপের হাতে এবং বাকি ৪৯ শতাংশ বিনিয়োগ করছে এফজেডই। প্রতিষ্ঠানটি আরব আমিরাতের শারজাহের সুলতানের মালিকানাধীন। আমিরাতভিত্তিক এয়ার অ্যারাবিয়া এই গ্রুপের প্রতিষ্ঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা  বলেন, ফ্লাই ফ্যালকনের পক্ষ থেকে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড রেগুলেশন্স বিভাগে এ বিষয়ে একটি ‘লেটার অব ইন্টেন্ট’ (এলওআই) জমা দেয়। এরপর আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে ফ্লাই ফ্যালকনের প্রতিনিধিরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সঙ্গে একটি প্রাক-আবেদন বৈঠক সম্পন্ন করেন। 

বৈঠকে অংশ নেন এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আনিস আহমেদ। তিনি ফ্লাই ফ্যালকনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এছাড়া, উপস্থিত ছিলেন বিদেশি অংশীদার এফজেডই-এর ব্যবস্থাপনা পরিচালক আদেল আবদুল্লা মোহাম্মদ আলি।

তিনি আরও জানান, ফ্লাই ফ্যালকন এখন প্রাথমিক ধাপে রয়েছে। প্রি-অ্যাপ্লিকেশন মিটিংয়ের পর তারা সিএএবির পর্যবেক্ষণ ও পরামর্শ অনুযায়ী পরবর্তী ধাপে আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor