বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজের বিষয়টি দেখবে ফিলিপাইন

-মনিটর রিপোর্ট Date: 01 September, 2025
বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজের বিষয়টি দেখবে ফিলিপাইন

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা যায় কিনা, সে‌টি দেখা হবে বলে জা‌নিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি ক্যাইনলেট।

রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক লেকচার অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রাষ্ট্রদূত।

নিনা ক্যাইনলেট বলেন, বাংলাদেশ ও ফিলিপাইন কীভাবে বি‌ভিন্ন খাতে আরও ঘনিষ্ঠ হতে পারে, তা নিয়ে আমরা কাজ করব। উন্নয়ন অগ্রাধিকার, জ্বালানি, কৃষি এবং শিক্ষার মতো খাতে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, আমরা মে‌রিটাইম কো-অপারেশনের ক্ষেত্রে জ্ঞান বিনিময় করতে পা‌রি, এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ আছে। এ ছাড়া, মে‌রিটাইম শি‌পিং, নবায়নযোগ্য জ্বালা‌নি জ্বালা‌নি নিরাপত্তা, জলবায়ু মোকা‌বিলা বি‌শেষ ক‌রে; বন্যা মোকা‌বিলায় সহযো‌গিতা করতে পা‌রি।

সম্প্রতি কক্সবাজা‌রে রো‌হিঙ্গা ইস্যুতে অংশীজন‌দের নি‌য়ে আয়ো‌জিত সংলা‌পের প্রসঙ্গ টে‌নে তি‌নি ব‌লেন, বাংলা‌দে‌শের প্রধান উপ‌দেষ্টা রো‌হিঙ্গা সংকট সমাধা‌নে সাত‌ দফা প্রস্তাব ক‌রে‌ছেন। রো‌হিঙ্গা ইস্যুতে হাইলে‌ভেল ডায়লগ হ‌বে, সেখা‌নে আসিয়ান-এর অংশগ্রহণ থাক‌বে।

আঞ্চ‌লিক সহ‌যো‌গিতা নি‌য়ে নিনা ক্যাইনলেট ব‌লেন, আমা‌দের দ্বিপাক্ষিক সম্পৃক্ততা আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন তার আলোচনায় বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাণিজ্য, বিনিয়োগ, জনগণের সঙ্গে যোগাযোগ এবং সামুদ্রিক সহযোগিতার নতুন মাত্রা অন্বেষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

তিনি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠা‌ন সঞ্চালনা করেন সা‌বেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিক।

-B

Share this post



Also on Bangladesh Monitor