সাইমন হলিডেজের শ্রীলঙ্কা ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড়

-মনিটর রিপোর্ট Date: 07 October, 2025
সাইমন হলিডেজের শ্রীলঙ্কা ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড়

ঢাকাঃ দেশের ভ্রমণ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান সাইমন হলিডেজের শ্রীলঙ্কা ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা। 

সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। 

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারী ও কর্মীরা শ্রীলঙ্কার সব হলিডে প্যাকেজে ১০ শতাংশ ছাড় এবং ড্রুক এয়ার হলিডে প্যাকেজে ১৫ শতাংশ ছাড় উপভোগ করবেন। গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন- জোয়াদার তানভীর ফয়সাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট এবং সাইমন হলিডেজ-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন ইউসুফ সোহেল, জেনারেল ম্যানেজার।

 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হোসাইন মোহাম্মদ জাকারিয়া, হেড অব কাস্টমার প্রপোজিশন এবং সাইমন হলিডেজ-এর মো. মাহবুবুর রহমান, ম্যানেজার অপারেশনস এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

-B

Share this post



Also on Bangladesh Monitor