মৌসুমের শুরুতেই কুয়াকাটায় পর্যটকের ভিড়

-মনিটর রিপোর্ট Date: 13 December, 2025
মৌসুমের শুরুতেই কুয়াকাটায় পর্যটকের ভিড়

পটুয়াখালী : কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের আনাগোনা দেখা যায় চোখে পড়ার মতো। এতে স্থানীয় ব্যবসায়ীদের বিক্রিও বেড়েছে। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। 

পর্যটন-সংশ্লিষ্টরা জানান, ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকিপল্লি, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে এখন পর্যটকদের সরব উপস্থিতি। মৌসুমের প্রথম দিকে পর্যটকদের আগমনে ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে।

পর্যটক আরিফ হাসান বলেন, সাপ্তাহিক ছুটি পেয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি। শুনেছি সমুদ্রের মাঝখানে জেগে ওঠা দ্বীপে অসংখ্য অতিথি পাখি ও লাল কাঁকড়ার অবাধ বিচরণ রয়েছে। ওই দ্বীপটিতেও ঘুরতে যাব।

ক্ষুদ্র ব্যবসায়ী রাসেল খলিফা জানান, পর্যটক থাকলে আমাদের বেচাকেনা ভালো থাকে। সাপ্তাহিক ছুটিতে সৈকতে অনেক পর্যটকদের আগমন ঘটেছে।

কুয়াকাটা গ্রিন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু বলেন, ‘পর্যটন মৌসুমের প্রথমদিকেই আশানুরূপ পর্যটক আসতে শুরু করেছে। আমরাও নানাভাবে পর্যটকদের সেবা প্রদান করছি।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। পর্যটকরা যাতে কোনো সমস্যায় না পড়েন সেজন্য মহিপুর থানা ও কুয়াকাটা নৌ পুলিশ পর্যটন স্পটগুলোতে টহল দিচ্ছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor