ঢাকাঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল-পেট্রপোলসহ সকল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তবে এ সময় বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেনাপোল
বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত টানা ৬ দিন বেনাপোল-পেট্রপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আগামী ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য কার্যক্রম চালু হবে। তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম সচল থাকবে। পণ্য খালাস করে ভারতীয় ট্রাক ফিরে যেতে পারবে।

সোনামসজিদ
দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম টানা ৬দিন বন্ধ থাকবে। তবে, সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে।
বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোমরা
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৬দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা।
বাংলাবান্ধা
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে ৮ দিন। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
হিলি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।
আখাউড়া
আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভিসাযুক্ত পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ৮ অক্টোবর এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।