বিগত দুই বছর বিশ্বব্যাপী কোভিড-১৯ এর তান্ডবে বিধ্বস্ত দেশের পর্যটন শিল্পকে উজ্জিবীত করার লক্ষ্যে ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর বন্দর নগরী চট্টগ্রামে ১২ তম "চিটাগাং ট্রাভেল মার্ট" আগামী ৬-৮ জানুয়ারী ২০২২, ৩-দিনব্যাপী আয়োজনের উদ্যোগ গ্রহন করেছে।
পর্যটন মেলাটি চট্টগ্রামের দি পেনিনস্যুলা চিটাগং হোটেলে অনুষ্ঠিত হবে এবং দেশবিদেশের বিভিন্ন এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, মোটেল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ অন্যান্যরা এ মেলায় অংশ গ্রহণ করবে।
চিটাগাং ট্রাভেল মার্ট তারিখ : ৬-৮ জানুয়ারী ২০২২ স্থান হোটেল পেনুনসুলা চিটাগাং সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা প্রবেশ মুল্য : ০ (শুন্য টাকা) এই মেলায় অংশগ্রহণের জন্য ক্লিক করুন অংশগ্রহণকারী রাফেলে আকর্ষণীয় পুরুস্কার পাবেন। শর্ত প্রযোজ্য।